মেসিকে নিয়ে সতর্ক নেদারল্যান্ডস

26

মেসিকে আটকাতে সেরা পরিকল্পনা নিয়ে নামতে হবে বলে মনে করেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। আন্তর্জাতিক ফুটবলে কখনও লিওনেল মেসির বিপক্ষে খেলা হয়নি ভার্জিল ফন ডাইকের। তবে ক্লাব পর্যায়ে সেই অভিজ্ঞতা হয়েছে বেশ কয়েকবার। আর্জেন্টাইন তারকার সামর্থ্য সম্পর্কে তাই ভালো করেই জানা আছে নেদারল্যান্ডসের এই ডিফেন্ডারের। বিশ্বকাপে আসছে লড়াইয়ে মেসিকে আটকে রাখতে তাদের সেরা পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে বলে মনে করেন তিনি।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ক্লাবের হয়ে সবশেষ দেখায় মেসির বিপক্ষে জয়ের হাসি ছিল ফন ডাইকের মুখে। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে বার্সেলোনার বিপক্ষে সেমি-ফাইনালে প্রথম লেগের তিন গোলের ব্যবধান ঘুচিয়ে ফিরতি লেগে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ফন ডাইকের লিভারপুল। বিপক্ষে খেলা খেলোয়াড়দের মধ্যে মেসিকে সেরা মনে করেন ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার। আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের শেষ ষোলোর ম্যাচকে অনেকে মেসি ও ফন ডাইকের লড়াই হিসেবেও দেখছে। ফন ডাইক অবশ্য এটিকে দুই দলের লড়াই হিসেবেই দেখছেন। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের সবশেষ দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনালে। সেবার ম‚ল লড়াইয়ে মেসিকে ভালোভাবেই আটকে রাখতে পেরেছিল ডাচরা। গোলশ‚ন্য ড্রয়ের পর টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা।