মুশফিককে নিয়ে আশা

24

চোটের কারণে শেষ ওয়ানডে থেকে ছিটকে গিয়েছেন মিথুন। চোট কাটিয়ে উঠতে তার ১০-১২ দিন সময় লাগতে পারে। মিথুনের ফেরার প্রসঙ্গ নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানান, মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিথুন শেষ ম্যাচে চোট পেয়েছে। মোহাম্মদ মিথুনের অবস্থা খুব একটা ভালো না। সেরে উঠতে হয়তো ১০-১২দিন মতো সময় লাগতে পারে। তবে আমরা আশা করছি প্রথম টেস্ট ম্যাচে ঠিক হয়ে ফিরতে পারবে। অন্যদিকে পাঁজরের পুরোনো চোট দেখা দিয়েছে মুশফিকুর রহিমের। স্ক্যান রিপোর্ট মোটামুটি ভালো এসেছে। তবে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত হবে খেলার আগমুহূর্তে। আমরা আশা করছি সে খেলবে শেষ ওয়ানডেতে।