মুফতি ওবায়দুল হক নঈমী স্মরণে কনফারেন্স

37

আহলে সুন্নাত ওয়াল জমা’আতের চেয়ারম্যান, শেরে মিল্লাত মুফতিয়ে আহলে সুন্নাত মুফতি ওবায়দুল হক নঈমী ছিলেন এক ক্ষণজন্মা আলেমে দ্বীন, ইসলামি বক্তা, মোনাজির (তার্কিক)। ইসলামের নামে ছদ্মবেশী ভ্রান্তমতবাদীদের স্বরূপ উন্মোচনের ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন সিংহপুরুষ। একজন খাটি আশেকে রসূল ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে জঙ্গিবাদের বিরুদ্ধে সুফিবাদী দর্শনের আলোকে সুন্নিয়তের প্রচার-প্রসার ছিল তাঁর মিশন ও ভিশন। মাযহাব-মিল্লাতের যে কোন ক্রান্তিকালে তিনি নির্ভরযোগ্য অভিভাবক ও দিশারীর ভ‚মিকা পালন করতেন।
গত ১৮ জুন বিকালে নগরীর বহদ্দারহাটস্থ আর বি কনভেনশন হলে মুফতি ওবায়দুল হক নঈমী (রহ.) এর স্মরণে আয়োজিত ‘শেরে মিল্লাত কনফারেন্সে এ কথাগুলো বলেন। মুফতি ওবায়দুল হক নঈমী (রহ.)’র ২য় ওফাত বার্ষিকী উপলক্ষে শেরে মিল্লাত ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি কাজী আবদুল ওয়াজেদ। প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সি.ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ’র চেয়ারম্যান কাজী মঈন উদ্দিন আশরাফী। বিশেষ অতিথি ছিলেন আনজুমান রিসার্চ সেন্টার’র মহাপরিচালক এম.এ মান্নান, জামেয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অসিয়র রহমান, শাইখুল হাদিস হাফেজ সোলায়মান আনসারী, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট এর যুগ্ম মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ, মহানগর গাউসিয়া কমিটির সভাপতি তছকির আহমদ, দক্ষিণ জেলার সভাপতি কমরুদ্দিন সবুর, অধ্যক্ষ বদিউল আলম রিজভী, উপাধ্যক্ষ ড. লিয়াকত আলী, মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন আল আজহারী, অধ্যক্ষ ড. মাওলানা ইসমাইল নোমানী, উপাধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ আনোয়ারী।
কন্ফারেন্স প্রস্তুতি কমিটির আহŸায়ক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ও সদস্য আবু নাছের তৈয়ব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে স¦াগত বক্তব্য রাখেন সদস্য সচিব মুহাম্মদ আবদুল মালেক। পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জানান নঈমীর সুযোগ্য সন্তান মাওলানা হামেদ রেজা নঈমী ও মাওলানা কাসেম রেজা নঈমী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নুর মোহাম্মদ আলকাদেরী, মাওলানা ওবাইদুল হক হক্কানী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আবুল আসাদ জুবায়ের রিজভী, ড. মাওলানা আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা ড. সরওয়ারুদ্দিন, অধ্যাপক মাওলানা ইলিয়াছ আলকাদেরী, মাওলানা ইউনুছ রিজভী, মাওলানা নঈমুল হক নঈমী, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা আবু নওশাদ নঈমী, মাওলানা জয়নাল আবেদীন, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মানবিক সেবা টিম সদস্য আহসান হাবীব চৌধুরী হাসান, এরশাদ খতিবী প্রমুখ। বিজ্ঞপ্তি