মুজিববর্ষ আন্তঃউপজেলা ফুটবল আজ শুরু

17

ক্রীড়া প্রতিবেদক

দেশের মানসম্পন্ন ও মেধাবী ফুটবলারের সংকটময় সময়ে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের নিমিত্তে নতুন নতুন ফুটবলার উপহার দেওয়ার প্রত্যাশায় আজ শুরু হতে যাচ্ছে মুজিববর্ষ সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট। নিজ উপজেলার অনূর্ধ্ব-১৬ বছর বয়সী স্থায়ী বাসিন্দাদের খেলা হবে চট্টগ্রামের ১৫টি উপজেলার ৪ ভেন্যূতে। এর মধ্যে আজ ১০ ডিসেম্বর চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ মাঠ ভেন্যূর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে স্বাগতিক চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া উপজেলা। এই টুর্নামেন্ট থেকে ৩০ জন এবং মহাগনর থেকে বাছাইকৃত ২০ জন সহ ৫০ জন ১৬ বছর বয়সী ফুটবলারকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন ক্লাবের পক্ষে খেলার সুযোগ দানের পাশাপাশি পার্শ্ববর্তী দেশসমূহে টুর্নামেন্ট ও প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণের পরিকল্পনাও রয়েছে সিজেকেএস ফুটবল কমিটির। এদিকে মুজিববর্ষ সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট আন্ত:উপজেলা ফুটবল (অনূর্ধ্ব-১৬) টুর্নামেন্ট-২০২১ উপলক্ষে গতকাল বিকালে এক বর্ণাঢ্য র‌্যালী এম.এ আজিজ স্টেডিয়াম হতে বের হয়ে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এম.এ আজিজ স্টেডিয়ামে এসে শেষ হয়। উক্ত র‌্যালীর নেতৃত্ব দেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম লেদু, সিজেকেএস নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম, নির্বাহী সদস্য আ.ন.ম ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দীন হাসান, মোহাম্মদ শাহজাহান (ফুটবল কমিটির সম্পাদক), হাসান মুরাদ বিপ্লব, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর শাহাদাত হোসেন, রায়হান উদ্দিন রুবেল, কাজী মো. জসিম উদ্দিন, আলী হাসান রাজু, সাইফুল আলম খান, সৈয়দ নূর নবী লিটন প্রমুখ।