মুক্তিযোদ্ধা-রহমতগঞ্জ ড্র

28

প্রথমবার প্রিমিয়ার লিগ খেলতে শুরু করে টানা পাঁচ ম্যাচ জিতে উড়ছিল বসুন্ধরা কিংস। সেই বসুন্ধরাকে রুখে দিয়েছে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা টিম বিজেএমসি। নোয়াখালীতে জয়োৎসব করা হলো না অস্কার ব্রুজেনের শিষ্যদের। তাছাড়া কিংসদের একজনকে লাল কার্ডও দেখতে হয়েছে এই ম্যাচে। মঙ্গলবার শহীদ ভুলু স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
গোল না পাওয়ার ব্যথার পর উল্টো ৭৭ মিনিটে বিজেএমসির স্যামসন ইলিয়াসুকে ফাউল করে লালকার্ড দেখেন কিংসের ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধূরী।
এই ম্যাচের পর ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বসুন্ধরা। সাত ম্যাচে চার হার ও তিন ড্রয়ে ৩ পয়েন্ট বিজেএমসির। টেবিলের শীর্ষে আছে আবাহনী লিমিটেড।
দুই গোল খেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। প্রিমিয়ার লিগে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। সাত ম্যাচে চার ড্রয়ে রহমতগঞ্জের পয়েন্ট ৪। ছয় ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৭।