মাহমুদুল্লাহ্র ফর্মহীনতায় চিন্তিত নন জয়াবর্ধনে

43

গত দুই আসর খুলনা টাইটানসের জার্সিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। কিন্তু চলতি আসরে ব্যাটিং-বোলিংয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। সেই সঙ্গে মিডল অর্ডারের ‘ভরসা’ আরিফুল হকও রান পাচ্ছেন না। যদিও তাদের ফর্ম নিয়ে চিন্তিত নন খুলনা টাইটানসের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে।
বিপিএলে এখনও জয়ের দেখা পায়নি খুলনা। হেরে যাওয়া তিন ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহর ইনিংসগুলো এমন- ২৪, ৮ ও ১১। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান নিষ্প্রভ থাকলেও খুব বেশি ভাবছেন না জয়াবর্ধনে। খুলনা কোচ বলেছেন, ‘মাহমুদউল্লাহকে নিয়ে কোনও দুর্ভাবনা নেই। সে দুর্দান্ত ক্রিকেটার। কয়েকটা ইনিংস খারাপ করলেই কোয়ালিটি হারিয়ে যায় না। আমি নিশ্চিত সে রানে ফিরবে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’
মাহমুদউল্লাহর মতোই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না আরিফুল। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১২, ১৯* ও ১২ রান। শেষ দিকে দ্রুত রান তোলার জন্য আরিফুলকে রাখা হলেও সেই জায়গাতে তিনি ব্যর্থ। এই অলরাউন্ডারকে নিয়ে জয়াবর্ধনের বক্তব্য, ‘দলে আরিফুলের ভূমিকা কিছুটা ভিন্ন। ওর দায়িত্ব ম্যাচ শেষ করা। কিন্তু গত তিন ম্যাচে সেরকম কোনও পরিস্থিতি তৈরি হয়নি। আমি তাকে নিয়েও চিন্তিত না। মানসিকভাবে ও ভালো আছে।’ শনিবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ঢাকার প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে খুলনা। ওই ম্যাচ জিতেই সিলেট যেতে চায় তারা।