মাহবুব উল আলম চৌধুরীর নামকরণে সন্তোষ প্রকাশ

47

নিজস্ব প্রতিবেদক

অমর একুশের প্রথম কবিতার স্রষ্টা ভাষা সংগ্রামী কবি মাহবুব উল আলম চৌধুরী’র নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের লাইব্রেরি অংশের নামকরণ প্রস্তাব অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কবি মাহবুব উল আলম চৌধুরী স্মৃতি সংসদের আহব্বায়ক খায়রুল আনোয়ার চৌধুরী ও সদস্য সচিব আবৃত্তিশিল্পী ফারুক তাহের। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও চসিকের বর্তমান মেয়র রেজাউল করিম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই নামকরণ প্রস্তাবের অন্যতম উদ্যোক্তা মূলধারা ’৭১ এর আহব্বায়ক সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দীন চৌধুরী এবং কবিপত্নী ভাষাসংগ্রামী জওশন আরা রহমান।
এক বিবৃতিতে তাঁরা বলেন, চসিক সাধারণ সভায় অনুমোদনের দীর্ঘ সাড়ে সাত বছর পর চসিক পাবলিক লাইব্রেরি ভবনের লাইব্রেরি অংশ ‘ভাষা সৈনিক কবি মাহবুব উল আলম চৌধুরী’র নামে নামকরণ হতে যাচ্ছে। মূলত, ২০১০ সালের ১২ মার্চ চসিকের তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী কবিপত্নী ভাষাসংগ্রামী জওশন আরা রহমানকে লেখা এক পত্রে নামকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রথম অবহিত করেছিলেন। এরপর ২০১৫ সালের ২৫ ফেব্রæয়ারি চসিকের তৎকালীন মেয়র মনজুর আলম মনজুর উদ্যোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবরে চিঠি দিয়ে চসিকের সিদ্ধান্তের কথা জানানো হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও নামকরণের বিষয়টি আলোর মুখ দেখেনি। ফলশ্রুতিতে সামাজিক ও ইতিহাস চর্চার সংগঠন ‘মূলধারা ৭১’ ও কবি মাহবুব উল আলম চৌধুরী স্মৃতি সংসদ নেতৃবৃন্দ পৃথকভাবে ২০২০ সালে সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনের সাথে সাক্ষাৎ করেন। তিনিও পুরো ভবনের নামকরণ না হলেও অন্তত লাইব্রেরি অংশের নাম কবি মাহবুব উল আলম চৌধুরী’র নামে হবে বলে আশ্বাস দেন। কিন্তু অদৃশ্য কারণে তার সময়কালেও না হওয়ায় সর্বশেষ গত ১৪ মার্চ কবি মাহবুব উল আলম চৌধুরী স্মৃতি সংসদের আহব্বায়ক কবি’র ভ্রাতুষ্পুত্র খায়রুল আনোয়ার চৌধুরী ও সদস্য সচিব ফারুক তাহের চসিকের বর্তমান মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে সাক্ষাৎ করে ২০১৫ সালে চসিকের ৫৫তম সাধারণ সভায় অনুমোদন হওয়া চসিক লাইব্রেরি ভবন নামকরণের বিষয়টি জানান। তখন মেয়র রেজাউল করিম চৌধুরী ২৭ এপ্রিলের সাধারণ সভায় বিষয়টির চূড়ান্ত অনুমোদন দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে আশ্বস্ত করেন। তারই ফলশ্রæতিতে গত ২৩ জুন এই নামকরণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল উসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নিশ্চিত করা হয়।