মাস্কের দাম ২শ টাকা, পুলিশ দেখে ১০

16

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হাজারী লেন ও রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেছে। ফেইস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দামবৃদ্ধির অভিযোগ যাচাইয়ে পুলিশের অভিযানে তাৎক্ষণিকভাবে মাস্কের দাম কমে যায়। ২০০ টাকা করে যে মাস্ক বিক্রি করছিলেন দোকানদাররা, অভিযানে তাৎক্ষনিক সে মাস্ক বিক্রি হয় মাত্র ১০ টাকায়।
গতকাল মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা অংশ নেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন জানান, করোনা ভাইরাসে তিনজন আক্রান্ত হওয়ার পর মাস্ক ও হ্যান্ড স্যানিটিজারের দামবৃদ্ধির অভিযোগ যাচাইয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় কয়েকটি দোকানে প্রতিটি মাস্ক ২০০ টাকায় এবং ৫০০-৬০০ টাকার হ্যান্ড স্যানিটিজার ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছিলো। পুলিশ দেখে ব্যবসায়ীরা ২০০ টাকার মাস্ক ১০ টাকায় এবং হ্যান্ড স্যানিটিজার আগের দামে বিক্রি করতে শুরু করে।