মাশরাফিদের সাবেক কোচ জিম্বাবুয়ে দলে

4

খেলোয়াড়ি জীবনে ব্যাটসম্যানদের ওপর ত্রাস সৃষ্টি করা কোর্টনি ওয়ালশের কোচিং ক্যারিয়ার শুরু হয় বাংলাদেশকে দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা পেসার ২০১৬ সাল থেকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মাশরাফি বিন মুর্তজাদের কোচিং করিয়েছেন। এরপর নিজ দেশের মেয়েদের প্রধান কোচ ছিলেন এক মেয়াদে। নতুন করে তাকে দায়িত্ব দিয়েছে জিম্বাবুয়ে। ওয়ালশকে দেশটির নারী দলের কোচিং কনসালটেন্ট করা হয়েছে।
মূলত তাদের লক্ষ্য বাংলাদেশের মাটিতে শুরু হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের মেয়েদের কোয়ালিফাই করা। ইতোমধ্যে রোডেশিয়ান মেয়েদের সঙ্গে নাকি সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্পেও যোগ দিয়েছেন ওয়ালশ। সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
বাছাইয়ে অংশ নেওয়া ১০ দলের শীর্ষ দেশ বিশ্বকাপে জায়গা করে নেবে। এর আগে কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ে মেয়েদের। প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে জায়গা করে নেওয়ার লক্ষ্যে তারা ২৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাছাইয়ে অংশ নেবে। পরবর্তীতে সেপ্টেম্বর-অক্টোবরে বিশ্বকাপ আসর বসবে বাংলাদেশের মাটিতে।