ভারত থেকে মানির বক্তব্যের পাল্টা জবাব

16

পাকিস্তানের মাটিতে খেলতে যেতে বাংলাদেশকে ডাকছে দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি। তিনি জোর দিয়ে বলেছেন, ‘কোনো সন্দেহ নেই’ পাকিস্তান সব ঘরোয়া সিরিজ নিজেদের মাটিতেই খেলবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার বিষয়টিকে আগে গুরুত্ব দিচ্ছে।
মানি এমন এক সময়ে তার মন্তব্যটি করেছেন যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর সারির কর্তাব্যক্তিরা আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজের টানাপোড়েন নিয়ে চিন্তিত। কারণ দু’দলের সিরিজটি এখনও অনিশ্চিত। বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি।
পিসিবি সভাপতি মানি এক সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘পাকিস্তানের ঘরোয়া টেস্ট কোথায় আয়োজিত হবে তা সম্পর্কে ভুল ধারণা পোষণ করা কারও উচিৎ নয়। পাকিস্তানের সব ম্যাচ, বাংলাদেশের বিপক্ষে হোক বা অন্য কারও সঙ্গে, সবই হবে পাকিস্তানে। আমি এখনও আশা করি বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বিষয়টির উপর নজর দেবে এবং আমন্ত্রণ গ্রহণ করবে। পাকিস্তানে সফর না করার ব্যাপারে তাদের কোনো কারণ নেই।’
এদিকে, মানির এমন বক্তব্যের প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষ্যাধক্ষ অরুন সিং ধুমাল জানান, ‘প্রতিবেশি দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নিজে বছরের বেশিরভাগ সময়টাই দেশের বাইরে কাটান। তিনি বেশিরভাগ সময় লন্ডনে থাকেন। তিনি কি করে বুঝবেন পাকিস্তান নিরাপদ কী না? সেক্ষেত্রে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে তার অন্তত মুখ খোলা উচিত নয়।’