ভারতের পর উইন্ডিজেও সবধরনের ক্রিকেট বন্ধ

19

করোনাভাইরাসের কারণে স্থবিরতা নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। শুধু আন্তর্জাতিক অঙ্গনই নয়, ঘরোয়া পর্যায়ের খেলাধুলাতেও পড়ছে করোনার প্রভাব। যে কারণে শনিবার দেশের সবধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তাদের পরপর একই সিদ্ধান্ত এলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকেও। আজ সোমবার থেকে অন্তত ৩০ দিনের জন্য ওয়েস্ট ইন্ডিজের সবধরনের ক্রিকেট বন্ধ থাকবে। বোর্ডের মিডিয়া এডভাইজরি কমিটির (এমএসি) পরামর্শে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান মেডিকেল অফিসার ডাক্তার ইসরায়েল দৌলত জানিয়েছেন, ‘খেলোয়াড়, অফিসিয়ালস এবং স্টাফদের স্বাস্থ্য এবং নিরাপত্তা ক্রিকেট বোর্ডের কাছে সবকিছুর উর্ধ্বে। আমরা বোর্ড পরিচালকদের পরামর্শ দিয়েছি তারা যেনো ক্রমবর্ধমান করোনাভাইরাসের বিস্তার রোধে দ্রæত পদক্ষেপ নেয়।’