ভাটিয়ারিতে বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

18

সীতাকুন্ড প্রতিনিধি

৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সীতাকুন্ডের ভাটিয়ারি স্টেশনে দাঁড়ানোর সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে চালকের দূরদর্শীতায় এসময় ট্রেনে থাকা কোন যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শনিবার সকালে ভাটিয়ারি রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ময়মনসিংহগামী বিজয় এ´প্রেস ট্রেনটি যাত্রা শুরু করে। পরে ট্রেনটি ভাটিয়ারী স্টেশনে যাত্রী নেওয়ার জন্য রুব লাইন (এক্সটা লাইনে) প্রবেশ করার সময় ১৪টি বগির মধ্যে ১২নং বগিটি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিক চালক ট্রেনটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঘটনার পর পরই সেখানে আসেন চট্টগ্রাম জিআরপির পুলিশ সুপার প্রকৌশলী হাসান চৌধুরী ও জিআরপির পুলিশের ওসি মো. নাজিম উদ্দিন। এসময় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ করলেও পরে রেলওয়ে কর্মকর্তারা এসে বিকল্প পথে রেল যোগাযোগ স্বাভাবিক রাখেন। তবে দুই ঘণ্টা পর তা স্বাভাবিক হয়ে যায়।
লাইনচ্যুত বগির ফয়সাল নামে এক যাত্রী বলেন, ‘সঠিক সময়ে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে ভাটিয়ারি রেল স্টেশনে আসলে হঠাৎ একটি বিকট শব্দ হয়। পরে নেমে দেখি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, বড় একটি বিপদ থেকে রক্ষা পেয়েছি।’
ভাটিয়ারী রেল স্টেশনের স্টেশন মাস্টার সনজিৎ দাশ বলেন, ‘ময়মনসিংহগামী বিজয় এ´প্রেস ট্রেনটি ভাটিয়ারী স্টেশনে যাত্রী নেওয়ার জন্য রুব লাইনে প্রবেশ করার সময় ১৪টি বগির মধ্যে ১২নং বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে ট্রেনে কোন সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। আমাদের কর্ণফুলী ট্রেনটি ডাউন লাইনে দিয়ে চলে গেছে। উদ্ধারকারী ট্রেন এসে পিছনের দুইটি বগি চট্টগ্রামে নিয়ে যায়। বাকি ১২টি বগি দুপুর ১২টার ২৩ মিনিটের সময় ময়মনসিংহ গিয়ে পৌঁছে।’