ব্যর্থতার বৃত্তেই ওপেনার সৌম্য

5

 

যে সৌম্য সরকার জিম্বাবুয়েতে বোলারদের জন্য ত্রাস হয়ে উঠেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিজেকে হারিয়ে খুঁজছেন এই টাইগার ওপেনার। এক-দুটি নয়, টানা চার টি-টোয়েন্টিতে হতাশ করলেন এই ওপেনার। তার ব্যর্থতার-গাড়ি চললেও উইনিং কম্বিনেশন না ভাঙতেই হয়তো সুযোগ মিলছে। কিন্তু গতকাল চতুর্থ টি-টোয়েন্টিতেও সেই একই দৃশ্য ফুটে উঠলো সৌম্যর ব্যাটে। ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৯ বলে ২, দ্বিতীয় ম্যাচে ০, তৃতীয় ম্যাচে ২ রান আর চতুর্থ ম্যাচে ৮ রান।
প্রত্যেক ম্যাচেই তার আউট ছিলো দৃষ্টিকটূ। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চতুর্থ টি-টোয়েন্টিতে হ্যাজলউডের শর্ট বল খেলতে গিয়ে কাভারে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরেন এই ওপেনার। আগের ওভারে অ্যাশটন টার্নারকে ছক্কা মারায় মনে হয়েছিল, আজ বুঝি সৌম্যকে পাওয়া যাবে। কিন্তু জশ হ্যাজেলউডের বলে ইতি ঘটলো তার ইনিংসের। বল ব্যাটের কানায় লেগে উঠে গেলে কভারে সহজ ক্যাচ নিতে ভুল করেননি অ্যালেক্স ক্যারি। আউট হওয়ার আগে ১০ বলে ১ ছয়ে করেন ৮ রান।