ব্যক্তিগত ইস্যু দূরে ঠেলে নাসিরের ঝলক শাহাদাত দিপুর সেঞ্চুরি ফরহাদ রেজার তোপ

29

স্পোর্টস ডেস্ক

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরির খুব কাছেই ছিলেন চট্টগ্রামের সম্ভাবনাময় মিডল অর্ডার শাহাদাত হোসেন দিপু। প্রথম দিন শতক থেকে ১২ রান পিছনে ছিলেন তিনি। গতকাল দ্বিতীয় দিন খেলতে নেমে জাতীয় লিগে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ঠিক পূর্ণ করেছেন যুব বিশ্বকাপজয়ী শাহাদাত দিপু। তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে ১০৮ রানের (৩৬৫ মিনিটে ২৫৬ বল মোকাবেলায় ১১ বাউন্ডারি ও ২ ছক্কা) বড় ইনিংস। আর পেসার মেহেদি হাসান রানা উপহার দিয়েছেন ফিফটি (১০১ বলে ৫৫)। তারপরও চট্টগ্রামের ইনিংস খুব বেশিদূর যায়নি। আগের দিনের ৬ উইকেটে ২৫৭ রান নিয়ে খেলতে নামা মুমিনুল হকের দল প্রথম ইনিংস শেষ করেছে ২৮৭ রানে।
ফরহাদ রেজা পতন ঘটান ৪ উইকেটের (৪৪ রানে)। এছাড়া পায়েল ও তাইজুল পান দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৫২ রানে প্রথম ইনিংস শেষ রাজশাহীর। প্রথম ইনিংসে ১৩৫ রানে লিড নিলেও দ্বিতীয় ইনিংসে রাজশাহী অধিনায়ক অভিজ্ঞ ফরহাদ রেজার ক্ষুরধার বোলিংয়ের মুখে চরম বিপাকে মুমিনুলের চট্টগ্রাম। মাত্র ৪৩ রানেই খোয়া গেছে ৫ উইকেট। যার ৩টিই নিয়েছেন ফরহাদ রেজা।
এদিকে একে দীর্ঘ বিরতি শেষে মাঠে ফেরা, এর ওপর আবার ব্যক্তিগত জীবনে বয়ে চলা ঝড়- কোনোটাই প্রভাব ফেলতে পারেনি ক্রিকেটারের নাসির হোসেনের পারফরম্যান্সে। মাঠের বাইরের বিষয় বাইরে রেখে ব্যাটিংয়ে নিজের সামর্থ্য দেখিয়ে চলেছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে জানিয়েছিলেন, ৬ ম্যাচে অন্তত ৮০০ কিংবা হাজারের বেশি রান করতে চান তিনি! সেই লক্ষ্যের শুরুতে রংপুর বিভাগের হয়ে গতকাল ৯৩ রানে অপরাজিত থেকে নাসির শেষ করেছেন দিনের খেলা।