বেলায়তের উজ্জ্বল প্রদীপ আল্লার অলিগণ

67

ফটিকছড়ি সমিতিরহাট ছাদেক নগরে অলিয়ে কামেল মজজুবে ছালেক হযরত শাহ্সুফী মাওলানা ফরিদ আহমদ শাহ্ (র.) এর নির্দেশিত গত ২ জানুয়ারি বুধবার ২৬তম বিশ্বের অলিগণের ওরশ মাহফিল দরবার শরীফের মোন্তাজেম মুহাম্মদ গোলাম ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মাওলানা তৌহিদুল আলম চৌধুরী, আবু বক্কর চৌধুরী, ১৯নং সমিতির হাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন, রোশাংগিরি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সোহেব, দলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান, নুরুল ইসলাম তালুকদার, ওরশ পরিচালনা কমিটির সভাপতি আবু মুছা চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার। উপস্থিত ছিলেন, মাওলানা নূর খালেক হেলালী, মতি ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীল মুহাম্মদ আনোয়ার শাহ্, মামুনুর রশিদ, এস এম আক্তার মিয়া, নূর উদ্দিন বাদশা ফকির মাইজভান্ডারী, মুহাম্মদ সাহবুদ্দিন ভান্ডারী, মাস্টার মুহাম্মদ জাফর, সামছুল আলম ভান্ডারী, হারুন সওদাগর, আদর চৌধুরী, জাবেদ চৌধুরী, জোবায়েত প্রমুখ। বক্তারা বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর অলিকে অনুসরণ করেন তাহলে সে কোনদিন রাসূল (দ.) ও আউলিয়া ক্বেরামের শানে খারাপ কটুক্তি করতে পারবে না। কারণ কোন আল্লাহ অলিরা কোন খারাপ কাজে জড়িত ছিলেন না। রেসালত ও দীপ্তমান বেলায়তের উজ্জ্বল প্রদীপ নিয়ে অনেক আল্লাহর অলিগণ হিজরত করে বাংলার জমিনে আগমন করেন। নবীপ্রেম চর্চার অন্যতম মারকার্য হলো আল্লাহর অলিদের দরবার। ওরশে খতমে কোরআন,মিলাদ,মাজার জিয়ারত, ছেমা, জিকির, আখেরি মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে ওরশ মাহফিলের সমাপ্তি ঘটে। খবর বিজ্ঞপ্তির