বিশ্বকাপের স্বপ্নে মাঠে ফিরছেন তাসকিন

41

চোটের পর বোলিং শুরু করেছেন মাত্র ছয়দিন হলো। পুরো রান আপে বোলিং করেছেন কেবল তিন সেশন। কিন্তু বিশ্বকাপ দল ঘোষণার সময় যে এগিয়ে আসছে! নিজেকে ফিট প্রমাণে মরিয়া তাসকিন আহমেদ তাই খেলতে নামছেন ম্যাচে। আজ বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে এই ফাস্ট বোলার ফিরছেন মাঠে। চোট নিয়ে বাইরে ছিলেন বলে প্রিমিয়ার লিগে কোনো দলে ছিলেন না। শেষ পর্যন্ত তার ঠিকানা হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির হয়ে মিরপুরে উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে খেলবেন তাসকিন।
গত ১ ফেব্রæয়ারি বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে ম্যাচে চোট পাওয়ার পর এটিই হতে যাচ্ছে তাসকিনের প্রথম ম্যাচ। গতকাল মঙ্গলবার অ্যাকাডেমি মাঠে বোলিং অনুশীলনের পর নিজেই জানালেন ফেরার খবর। বিশ্বকাপ দল ঘোষণার সময় এগিয়ে আসছে। তাড়নাটা যে সেই কারণেই, তা লুকালেন না।
‘এটাই আমার স্বপ্ন (বিশ্বকাপ খেলা)। এটার জন্যই এত কষ্ট করছি। আল্লাহর কাছে শুকরিয়া যে খেলার অনুমতি পেয়েছি। আল্লাহ চাইলে কালকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি যেন সুস্থ থাকতে পারি, ভালো খেলতে পারি।’ ‘ফুল রান আপে তিনটি সেশন বোলিং করেছি। কোনো সমস্যা হয়নি। তবে প্রায় আড়াই মাস পর খেলতে নামব, একটুৃ (অস্বস্তি থাকতে পারে)। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী।’