বিশেষ অঙ্গে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বার

75

নিজস্ব প্রতিবেদক

শুল্ক গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে পায়ুপথে বিশেষ কায়দায় লুকিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় অবৈধ স্বর্ণের বার পাচারকালে এক নারীকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। তার হেফাজত থেকে জব্দ করা হয়েছে অবৈধ পথে আনা ৮টি স্বর্ণের বার। গতকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে।
বিমানবন্দর কাস্টমস জানিয়েছে, দুবাই থেকে আসা দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি-১৪৮ শুল্ক গোয়েন্দাদের কাছে গোপন সূত্রে তথ্য আসে। ওই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক আব্দুল মান্নান মজুমদারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লোকাল টার্মিনালের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। মধ্যপ্রাচ্যের দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর যাত্রীরা বোর্ডিং ব্রিজ অতিক্রমকালে সন্দেহভাজন এক নারীকে শনাক্ত করা হয়। নুর নাহার নামে ওই যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তিনি পায়ুপথে বিশেষ কায়দায় স্বর্ণের বার বহনের কথা শুল্ক গোয়েন্দা দলের কাছে স্বীকার করেন। এরপর পায়ুপথে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত হতে এক্স-রে করানো হয়। এতে চারটি স্বর্ণের মত বস্তুর অস্বিত্ব পাওয়া যায়। পরে পায়ুপথসহ ওই নারীর কাছে থাকা চারটি প্যাকেট তল্লাশি করে মোট আটটি স্বর্ণের বার জব্দ করা হয়। নয়শ’ ৩২ গ্রাম ওজনের ওই স্বর্ণের বারগুলোর বাজার মূল্য আনুমানিক ৬৫ লাখ ২৪ হাজার টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান। বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে ওই নারীকে সেখানে হস্তান্তর করা হয়েছে।