বিরল রোগে আক্রান্ত ৪ মাসের শিশু

24

সাড়ে চার মাস বয়সী শিশু মাহিরা ইবনাত জহির। সে ‘বিলিয়ারি অ্যাটরেসিয়া’ নামে বিরল রোগে আক্রান্ত। তার বাবার নাম জনি ও মায়ের নাম তাহমিন। বাড়ি চট্টগ্রামের খুলশীতে।
মাহিরার বাবা জানান, তার দুই মেয়ের মধ্যে মাহিরা ছোট। ওর জন্ম ২৩ জুলাই, ২০১৯। জন্মের পর ওর পায়খানা সাদা আর পেট ফোলা ছিল। পরে সমস্যা বাড়তে থাকলে ডাক্তারদের কাছে নিয়ে আসি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানান, সে ‘বিলিয়ারি অ্যাটরেসিয়া’ রোগে আক্রান্ত। তারা জানান, এ রোগের চিকিৎসা না হলে ধীরে ধীরে লিভার নষ্ট হয়ে যায়। মাহিরার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। পাশের দেশ ভারতে সবচেয়ে কম খরচে লিভার ট্রান্সপ্লান্ট করা যায়। ভারতের হাসপাতালে এই চিকিৎসা করতে ব্যয় হবে ৬০ থেকে ৭০ লাখ টাকা। এই ব্যয় বহন করা মাহিরার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই মাহিরাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সাহায্য চেয়েছেন ছোট্ট শিশু মাহিরার অসহায় পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ-০১৮৪০৩২৭২৮২ (জনি, মাহিরার বাবা), ০১৭১৭১৮৬২৫৫ (তাহমিন, মাহিরার মা) ব্যাংক- জহিরুর ইসলাম জনি, হিসাব নাম্বার-২০৫০১৬৭০২০১৮৭০০১৮, স্টেশন রোড, চট্টগ্রাম।