বিমানের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার

22

পূর্বদেশ ডেস্ক

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গতকাল সোমবার দুপুরে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে (বিজি-১২৮ আকাশবীণা) অবৈধভাবে স্বর্ণ বহন করা হচ্ছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে- এমন গোপন খবর আসে। এর পরিপ্রেক্ষিতে সংস্থতার যুগ্ম মহাপরিচালক আরেফিন খানের দিকনির্দেশনায় উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। পরে কাস্টমস গোয়েন্দা টিম প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্লেনের ভেতরে প্রবেশ করে টয়লেট থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।
এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর বিধান অনুযায়ী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছিল বলে সোমবার রাতে জানা গেছে। খবর বাংলানিউজের