বিভিন্ন মার্কেটে ভ্যাটবুথ বসানোর সময়সূচি

23

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর উদ্যোগে ব্যবসায়ীদের মূল্য সংযোজন কর (ভ্যাট) এর বিষয়ে নিবন্ধন গ্রহণ ও রিটার্ন প্রদান সেবা সহজিকরণ এবং এফইডি মাধ্যমে মূসক প্রদান ও মূসক চালান সংগ্রহে ক্রেতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ মে রবিবার হতে চট্টগ্রাম শহরের বিভিন্ন মার্কেটে ভ্যাটবুথ বসিয়ে সেবা প্রদান করা হবে। বিভিন্ন মার্কেটের সময়সূচি নিম্নরূপ ঃ ৩০ মে ইউনুস্কো সিটি সেন্টার, ৩১ মে স্যানমার ওশান সিটি, ১ জুন মিমি সুপার মার্কেট, ২ জুন খুলশী টাউন সেন্টার ও আফমি প্লাজা। দ্রুততম সময়ে এবং সহজে নিবন্ধন পাওয়ার লক্ষ্যে নি¤েœর দলিলাদি সঙ্গে আনতে হবে। ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট (মালিক/প্রতিষ্ঠানের); জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট; ব্যাংক সনদপত্র (একাউন্ট নম্বরসহ); ঘরভাড়া চুক্তিনামা (বর্গফুট/আয়তন উল্লেখ যেন থাকে)/খতিয়ানের কপি; মোবাইল নম্বার; ই-মেইল আইডি। বিজ্ঞপ্তি