বিপিএলে দর্শক খরার কারণ

57

মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মোস্তাফিজের মতো দেশি তারকাদের সঙ্গে বিশ্বের নামি-দামি তারকা ক্রিকেটাররাও খেলছেন বিপিএলের ষষ্ঠ আসরে। টি-টোয়েন্টি ক্রিকেট স্পেশালিস্ট কে নেই এখানে? ক্রিস গেইল, স্টিভেন স্মিথ, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেল, এভিন লুইস, কাইরন পোলার্ড, সুনিল নারাইন, শহিদ আফ্রিদি আছেন। কিন্তু তবুও মাঠ বিমুখ দর্শক।
বিপিএলের কোনো আসরেই এত সংখ্যক তারকার উপস্থিতি আগে দেখা যায়নি। কিন্তু তারপরেও গ্যালারি ফাঁকা। দর্শক আসছে না মাঠে। ম্যাচ যত গড়াচ্ছে শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিও ফাঁকা হচ্ছে ততই! বুধবারের (৯ জানুয়ারি) দুই ম্যাচে সাকুল্যে ১ হাজার দর্শকের উপস্থিতিও চোখে পড়লো না! কেন দর্শক নেই মাঠে? জানতে চাওয়া হয়েছিল মুশফিকুর রহিমের কাছে। বুধবার (৯ জানুয়ারি) সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উত্তরে প্রযুক্তির উতকর্ষতাকেই দায়ী করলেন এই ভাইকিংস দলপতি, ‘ফাঁকা গ্যালারি তো থাকবে ভাই। আপনারা এখন মোবাইলে লাইভ দেখতে পারেন, বাসায় বসে বসে আরামে খেলা দেখতে পারেন। যখন বাইরে কাজ করেন তখন টিভিতে দেখেন বা মোবাইলে দেখেন। এই কারণেও হতে পারে। আগে আবাহনী-মোহামেডানের খেলা হতো, লিগের খেলা যদি দেখেন, সেখানে কোথাও দেখার সুযোগ থাকত না তখন অনেক দর্শক হতো।’