বালিকা দলের ফাইনালে চাম্বি ও গজালিয়া উচ্চ বিদ্যালয়

95

‘শান্তির জন্য খেলা’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা তাজিংডং’র এসআইডি-সিএইচটি, ইউএনডিপি প্রকল্পের আওতায় ফুটবল টুর্নামেন্টের বালিকা দলের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের টি.টি এন্ড ডি.সি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, ইউএনডিপি’র প্রোগ্রাম অফিসার (গভার্নেন্স এন্ড এডভোকেসি) মোস্তফা কামাল, সংস্থার প্রকল্প সমন্বয়কারী পাইচিংউ ও প্রশিক্ষণ কর্মকর্তা মাইকেল মন্ডল, স্থানীয় গন্যমান্যসহ স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠিত খেলা উপভোগ করেন। প্রথম খেলায় ১-০ গোলে মেরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চাম্বি উচ্চ বিদ্যালয়। দিনের অপর খেলায় ১-০ গোলে লামা সরকারী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে গজালিয়া উচ্চ বিদ্যালয় জয়ী হয়। রেফারি মোহাম্মদ ইব্রাহীম, তারেকুল ও তারেফুল ইসলাম খেলা পরিচালনা করেন। গত ৫ মে টুর্নামেন্ট শুরু হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৮টি বালক ও ৮টি বালিকা দল অংশ গ্রহণ করে। খেলা অনুষ্ঠিত হচ্ছে নক আউট পদ্ধতিতে।-লামা প্রতিনিধি