বার্সেলোনা সভাপতি মেসিকে রাখলে ৫০ বছরের ঝুঁকিতে পড়তো ক্লাব

4

 

লিওনেল মেসি থাকছেন না, বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে বার্সেলোনা। ক্লাব ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছিল, লা লিগার ‘আর্থিক ও কাঠামোগত বাধা’ বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে রাখতে দেয়নি তাদের।
এত বড় বিষয়, এক বিবৃতিতে কি আর শেষ হয়! যিনি ক্লাবের প্রতীক হয়ে উঠেছিলেন, সেই মেসির অনাকাক্সিক্ষত বিদায়ের কারণ জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। কেন মেসিকে রাখা যায়নি, কারণ ব্যাখ্যায় নিজেদের অপারগতার সঙ্গে এমন একটি বিষয় তুলে ধরেছেন লাপোর্তা, এক কথাতেই সব বু্ঝেিয় দিয়েছেন।
বার্সেলোনা সভাপতি জানিয়েছেন, সবার ওপরে ক্লাব, মেসির সঙ্গে চুক্তি করলে ৫০ বছরের জন্য ঝুঁকিতে পড়ে যেতো ক্লাব। কারও জন্য, তিনি মেসি হলেও এত বড় ঝুঁকির সিদ্ধান্ত তিনি নিতে পারেননি।