বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ

17

পূর্বদেশ ডেস্ক

চট্টগ্রামের উইকেট ব্যাটিংবান্ধব হলেও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তেমন উইকেট বানানো হয়নি। ¯েøা উইকেট বানিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হোয়াইটওয়াশ এড়িয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও একই পরিকল্পনায় স্বাগতিক দল। শেষ ওয়ানডেটি যে উইকেটে হয়েছে, আজ বৃহস্পতিবার সেখানেই তারা খেলতে নামবে। স্বাভাবিকভাবেই ব্যবহৃত উইকেটকে ব্যাটিং স্বর্গ হিসেবে প্রত্যাশা করা যাচ্ছে না। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও স্লো উইকেটের কথা বলে গেছেন। পাশাপাশি ইংলিশ পেসার ক্রিস ওকসও মনে করেন, স্লো উইকেটেই হবে প্রথম টি-টোয়েন্টি। গতকাল বুধবার সকালে অনুশীলনে এসে উইকেট নিয়ে আলাপ করতে দেখা যায় বাংলাদেশের ক্রিকেটারদের। সেন্টার উইকেটে দাঁড়িয়ে আফিফকে বলতে শোনা গেছে, ‘ভাই উইকেটে তো মনে হয় স্পিন ধরবে।’ উত্তরটা সাকিবের মুখেই ছিল, ‘তুইও রেডি থাক, তোকেও বল করতে হবে।’ সাকিবের এমন কথাতেই পরিষ্কার স্পিনারই রাজত্ব করতে যাচ্ছেন আজ।
সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের কোচ হাথুরুসিংহে জানিয়ে গেছেন, ‘আমরা একই পিচে খেলবো যেখানে ওয়ানডে খেলেছি। দুই দিনে উইকেট তেমন বদলাবে না। এটা একইরকম উইকেট।’
সর্বশেষ বিপিএলে চট্টগ্রামের উইকেটে রান হয়েছে। কিন্তু ইংল্যান্ডকে সেই সুবিধা দিতে চায়নি স্বাগতিক দল। মন্থর ও নিচু বাউন্সের উইকেট হলে স্বাগতিক স্পিনাররা বাড়তি সুবিধা নিতে পারেন। এই সিরিজে হোম কন্ডিশন কাজে লাগানোর লক্ষ্য সাকিবদের। দুপুরে অনুশীলনে এসে কয়েক দফা উইকেট পর্যবেক্ষণ করেছে ইংল্যান্ড। উইকেট দেখে ইংলিশ পেসার ক্রিস ওকসের উপলব্ধি স্বাগতিকরা তাদের জন্য কঠিন কন্ডিশন বানিয়ে রেখেছেন, ‘আমি অনুমান করছি এটা তুলনামূলক আরও মন্থর হবে। খেলা আগেই শুরু হবে, শিশিরের কোন সমস্যা থাকবে না। কাজেই মন্থর থাকবে উইকেট। আমার ধারণা এবং নিশ্চিত স্পিন ধরবে, স্পিনার ও স্লো বোলারদের বল থেমে আসবে। একজন পেস বোলার বা সিম বোলার হিসেবে আপনাকে বৈচিত্র্য ব্যবহার করতে হবে। হ্যাঁ, পিচটা এরকমই।’
এমন উইকেটে পেসারদের করণীয় সম্পর্কে বলতে গিয়ে ওকস বলেছেন, ‘পেস বোলারদের গতির তারতম্য ব্যবহার করতে হবে। স্লোয়ার বাউন্সার মারতে হবে।