বাঁশখালীতে সমঝোতা বৈঠকে মারামারি, আহত ৩

47

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের বরুমচড়া এলাকায় স্বামী-স্ত্রীর বিরোধ মীমাংসার বৈঠকে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুইজন ছুরিকাহত ও একজন মারধরের শিকার হয়েছেন। তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে ৫৪ ধারায় আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন পূর্বদেশকে বলেন, ‘বৈঠকে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। আমরা ঘটনায় জড়িত থাকার অপরাধে চারজনকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠিয়ে দিয়েছি। আহতরা চিকিৎসা শেষে আসলে মামলা করতে পারেন। তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
পরিবারের সদস্যরা জানান, আট বছর আগে সাতকানিয়ার চরতি ইউনিয়নের দুরদুরী গ্রামের আয়াতুন নূরের সাথে পুকুরিয়ার বরুমচড়ার মো. পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুটি মেয়ে আছে। এক মেয়ে প্রতিবন্ধী। পারভেজ পেশায় অটোরিকশা চালক। বেশ কিছুদিন যাবত পারভেজ মাদকাসক্ত হয়ে পড়ে। এরমধ্যে পারভেজ মহেশখালীর এক নারীকে বিয়ে করেছে বলে খবর রটে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। উভয় পক্ষের মধ্যে সমঝোতা করতে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকেই কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় ছুরিকাঘাতে জামাই মো. পারভেজের ছোট ভাই মো. শিফাত (১৬), ফুফাতো ভাই মো. ফোরকান (১৮) ও পারভেজের স্ত্রী আয়াতুন নূরের বড় ভাই সৈয়দ হোসেন (৩৭) মারধরে আহত হন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘শুক্রবার রাত ১১টায় বাঁশখালীর ছুরিকাহত দুইজন এবং রাত ২টায় আহত আরো একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা মারামারিতে আহত হয়েছে বলে জানিয়েছেন।’