বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

19

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলাবাজার সংলগ্ন জলদাস পাড়ায় অগ্নিকাÐের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে। গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা, ১ বাÐিল করে ঢেউটিন, গৃহ নির্মাণ বাবদ নগদ ৩ হাজার টাকা, ৩০ কেজি চাল, ১৫ কেজি শুকনো খাবার ও পরিবার প্রতি ৫টি করে কম্বল প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরীসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকার জলদাস পাড়ার মিলন জলদাশের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিজ্ঞপ্তি