বহদ্দারহাটে চার ফার্মেসিকে জরিমানা ৩৫ হাজার টাকা

15

নিজস্ব প্রতিবেদক

নগরীর ব্যস্ততম বহদ্দারহাট এলাকার হক মার্কেটে মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ রাখায় দায়ে চার ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. সাখাওয়াত হোসেন আকন্দ রাজু।
ঔষধ প্রশাসন অধিদপ্তর জানায়, বহদ্দারহাট এলাকার হক মার্কেটে পরিচালিত অভিযানে আজগর শাহ ফার্মেসি, যমুনা ফার্মেসি এবং ইদ্রিস ফার্মেসিকে ১০ হাজার টাকা করে এবং শাহ আমানত ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই চারটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ এবং অনিবন্ধিত ওষুধ পাওয়া গেছে। অভিযানে সিএমপির সদস্যরা সহযোগিতা করেন।