বর্ণাঢ্য জীবন তাঁকে স্মরণীয় করে রাখবে শেখ শওকত ইকবাল চৌধুরী

9

যার হারায় সে জানে, হারানোর বেদনা কতটা কঠিন। ড. ইনামুল হকের বর্ণাঢ্য কর্মজীবন তাঁকে স্মরণীয় করে রাখবে। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন একজন মেধাবী অভিনেতা, নাট্যকার এবং নির্দেশক। কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘নাটকের ভাষা বিকৃতিতে আমি খুবই আহত। বাংলা ভাষার প্রমিত রূপ সবার রপ্ত করা দরকার। আঞ্চলিক ভাষার নাটকে আঞ্চলিক ভাষাটাও সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কিন্তু টেলিভিশন নাটকের ক্ষেত্রে আঞ্চলিক ভাষার ব্যবহার অনেক ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক।’ তাঁর অভিনয়শৈলি থেকে শেখার আছে অনেক কিছু। আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।