বরমা কলেজ-বিদ্যালয়ে মনীষীদের বই হস্তান্তর

23

 

বরমা হেলথ এন্ড এডুকেয়ার সার্ভিস সোসাইটির সহযোগিতায় গত ২৭ ফেব্রæয়ারি বরমা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইতিহাস গবেষক মাহমুদ বিন কাশেম। প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য আহসান ফারুক। স্বাগত বক্তব্য রাখেন বই হস্তান্তর কার্যক্রমের উদ্যোক্তা শিক্ষানুরাগী দেবাশীষ কান্তি বিশ^াস।
সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে এই আয়োজন একদিকে ভাষা শহীদদের প্রতি নতুন প্রজন্মের অনুরাগ ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং তাদের আত্মত্যাগ জানার ব্যাকুলতা সৃষ্টি হবে। পাশাপাশি সাহিত্যের প্রতিও ভালবাসা জন্মাবে। সভা শেষে কলেজের অধ্যক্ষের হাতে মনীষীদের বই হস্তান্তর করেন অতিথিবৃন্দ। পরবর্তীতে অধ্যক্ষ ছাত্রছাত্রীদেও মাঝে বই বিতরণ করেন। একই দিনে বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়েও বই হস্তান্তর করা হয় সহকারী প্রধান শিক্ষকের হাতে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রয়ারি নগরীর পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় হতে ভাষা শহীদদের স্মরণে বিদ্যালয় সমূহে মনীষীদের বই হস্তান্তরের কার্যক্রম শুরু হয়। বিজ্ঞপ্তি