বন্দরে কন্টেইনারে ধোঁয়া, আতঙ্ক

3

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার থেকে ধোঁয়া বের হতে দেখে ওই এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে কন্টেইনার খুলে সেখানে আগুন দেখা যায়নি। বন্দরের কর্মরত কর্মীরা কন্টেইনারটি অন্য জায়গায় সরিয়ে নিলে ধোঁয়া বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
জানা যায়, বন্দরের সাত নম্বর ইয়ার্ডে রাখা কন্টেইনারটিতে এসিড ছিল। সেটি থেকে সামান্য ধোঁয়া বের হয়েছে। বন্দরে কর্মরত কর্মীরা এটি অন্যত্র সরিয়ে নিয়েছেন। তখন ধোঁয়া নির্গমনও বন্ধ হয়ে গেছে। কন্টেইনার খুলে সেখানে আগুন দেখা যায়নি। তবে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় বলে জানা গেছে।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় কোনো বিপদ ঘটেনি। এখানকার কর্মীরা কন্টেইনারটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার পর ধোঁয়া বের হওয়া বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ওই কন্টেইনারে আমদানি করা এসিড অনেক দিন ধরে বন্দরে পড়ে আছে। এসব এসিড দ্রæত নিলাম করতে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ৩০ হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার অক্সাইড নিলামে বিক্রি করে দেওয়া হয়।