বজ্রপাত প্রতিরোধে তাল গাছ রোপণ

13

‘তাল গাছ রোপণ করুন বজ্রপাত হতে বাঁচুন’- স্লোগানে বজ্রপাত থেকে প্রাকৃতিক সম্পদ রক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে তাল গাছের সবুজ বেষ্টনী তৈরির উদ্যোগ নিয়েছে রাঙ্গুনিয়াস্থ দরবার এ বেতাগী আস্তানা শরীফের পীরে তরিকত মাওলানা মুহাম্মদ শাহ জিল্লুর রহমান আলীশাহ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠন বেতাগী আনজুমানে রহমানিয়া। এই কার্যক্রমের উদ্যোক্তা দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আ)। হাফেজ বজলুর রহমান সড়কের বেতাগী-পাহাড়তলী অংশ থেকে বেতাগী চম্পাতলী হযরত শাহ বজলুর রহমান (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং সংলগ্ন কবরস্থানের চারপাশে তাল গাছের সবুজ বেষ্টনী তৈরির এই উদ্যোগ নেয়া হয়। ২২ সেপ্টেম্বর সকালে পাহাড়তলী ও বেতাগী ইউনিয়নের সংযোগস্থল মুহামনী স্কুল এর সেতুর পাশে এবং বেতাগী চম্পাতলী ঈদগাহ ময়দানের পাশে দুটি আলাদা অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। এসময় উপস্থিত ছিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াচ নুরী, রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, আহমেদ সাঈদ, হাজী দলিলুর রহমান, মুসলিম মিয়া, মাওলানা আহমদ করিম নঈমী, শাহজাদা মুহাম্মদ ওবায়দুর রহমান, বাংলদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনীয়া উপজেলা সেক্রেটারী করিম উদ্দিন হাসান, বেতাগী ইউনিয়ন সভাপতি ডা. মোহাম্মদ ইউসুফ, শিক্ষক মাওলানা আরিফুর রহমান, মুহাম্মদ হাবিবুর রহমান আনসারী, ফজলুর রহমান রুবেল, নজরুল ইসলাম চৌধুরী, মাহবুব আলম, মুহাম্মদ মফিজুল আলম, মোহাম্মদ আরাফাত হোসাইন, এসএম আকাশ, সাহেদ হোসাইন, মোহাম্মদ ফুরকান, মাওলানা মুফাচ্ছেল চৌধুরী, মীর আহমেদ, শাহ আলম। বিজ্ঞপ্তি