বঙ্গবন্ধু ম্যারাথনে পদক জিতলেন যারা

10

বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন সমাপ্ত হয়েছে। বেশ কয়েকটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন বাংলাদেশি পুরুষদের মধ্যে আল আমিন প্রথম হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে সোহেল রানা ও আল আমিনের।
হাফ ম্যারাথন বাংলাদেশি মহিলাদের প্রতিযোগিতায় শামসুন নাহার রত্মা প্রথম, লিবিয়া আক্তার ও নাসরিন বেগম যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। পরিচিত অ্যাথলেট সুস্মিতা ঘোষ হয়েছেন চতুর্থ।
ম্যারাথন বাংলাদেশি পুরুষ ক্যাটাগরিতে আসিফ বিশ্বাস ২ ঘণ্টা ৩৫ মিনিট ১২ সেকেন্ড নিয়ে প্রথম, ফরিদ মিয়া ২ ঘণ্টা ৪০ মিনিট ৪ সেকেন্ড নিয়ে দ্বিতীয় এবং কামরুল হাসান ২ ঘণ্টা ৪১ মিনিট ৪৪ সেকেন্ড নিয়ে তৃতীয় হয়েছেন।
ম্যারাথন বাংলাদেশি মহিলা ক্যাটাগরিতে পাপিয়া খাতুন ৩ ঘণ্টা ৩৯ মিনিট ৫০ সেকেন্ড নিয়ে প্রথম, নার্গিস জাহান ৪ ঘণ্টা ২১ মিনিট নিয়ে দ্বিতীয় এবং সুলতানা খাতুন ৪ ঘন্টা ২২ মিনিট নিয়ে তৃতীয় হন।
ম্যারাথন সাফ পুরুষ ক্যাটাগরিতে ভারতের শ্রিনু ২ ঘণ্টা ১৬ মিনিট ২৬ সেকেন্ড টাইমিং করে প্রথম হয়েছেন। এই ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ভারতের অর্জুন ও বেলিয়াপ্পা।
ম্যারাথন আন্তর্জাতিক এলিট পুরুষ ক্যাটাগরিতে কেনিয়ার ভিসেন্ট ২ ঘন্টা ৯ মিনিট ২৯ সেকেন্ড নিয়ে প্রথম। মরক্কোর ওমর তার চেয়ে মাত্র ০.২০ সেকেন্ড বেশি টাইমিং করে দ্বিতীয় হয়েছেন। এই ইভেন্টে তৃতীয় ইথিওপিয়ার আব্রাহা।
ম্যারাথন আন্তর্জাতিক এলিট মহিলা ক্যাটাগরিতে ইথিওপিয়ার মুলিয়ে ২ ঘণ্টা ৩১ মিনিট ৩৯ সেকেন্ড নিয়ে প্রথম হয়েছেন। এই ইভেন্টে মরক্কোর সওদ দ্বিতীয় এবং কেনিয়ার হেলেন তৃতীয় হয়েছেন। হাফ ম্যারাথন আন্তর্জাতিক পুরুষ ক্যাটাগরিতে কেনিয়ার কিলমো ১.৪ ঘণ্টা ৭ সেকেন্ড নিয়ে প্রথম।