বঙ্গবন্ধু ছিলেন গণতন্ত্রের বরপুত্র

34

জাসদ এর কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মইনউদ্দিন খান বাদল বলেছেন, বঙ্গবন্ধু আজীবন গণতন্ত্রের পূজারী ছিলেন। গণতান্ত্রিক পদ্ধতিতে আজীবন সংগ্রাম করে বাঙালি জনগণকে স্বাধীনতায় উজ্জীবিত করেছিলেন তিনি। বঙ্গবন্ধু ছিলেন গণতন্ত্রের বরপুত্র। ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। একমাত্র জননেতা-ই জনযুদ্ধে নেতৃত্ব দিতে পারে।
বাংলাদেশ জাসদ, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৭ই মার্চের ভাষণেই জননেতার নির্দেশে সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
চান্দগাঁও জাসদ কার্যালয়ে বাংলাদেশ জাসদ মহানগর শাখার সভাপতি হাজী আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ইন্দুনন্দন দত্ত, কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ হাসেম, কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি নুরুল আলম মন্টু, কেন্দ্রিয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক
জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উত্তর জেলা সভাপতি ভানু রঞ্জন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক এস.এম. আকতারুল আলম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক মাহবুবুল হক, এস.এম. সরোয়ার আলম চৌধুরী, সৈয়দুল আলম, হায়দার আলী, মোহাং ইউছুফ, আবদুল লতিফ, অধ্যক্ষ সমীর দাশ, ডি.এইচ.খান আনোয়ারুল ইসলাম, আমান উল্ল্যাহ খান, নজির আহমদ চৌধুরী, মোহাং লোকমান, চৌধুরী কামাল পাশা, মুনির উদ্দিন খান, ওবায়দুল হক, জসিম উদ্দিন মোবারক, মো. নুরুল আলম, নুরুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি