‘ফ্লপ’ হবে সৌরভের দাদাগিরি!

18

ক্রিকেটের তিন মোড়ল খ্যাত- ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মিলে চায় আইসিসির এফটিপির বাইরে গিয়ে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করতে। চতুর্থ আরেকটি দেশকে নিয়ে ‘চার জাতি টুর্নামেন্টের’ পরিকল্পনাটা বের হয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলির থেকে। কেউ কেউ পরিকল্পনাটির প্রশংসা করলেও সমালোচনাও কম হচ্ছে না। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ যেমন বলছেন, মুখ থুবড়ে পড়বে সৌরভের নতুন পরিকল্পনা!
ইউটিউবে নিজের চ্যানেলে চার জাতি টুর্নামেন্টের সমালোচনায় সাবেক উইকেটরক্ষক বলেছেন, ‘চার দেশ মিলে একটা টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে আলাদা করতে চাচ্ছে। যা মোটেও ভালো খবর নয়। কয়েকবছর আগে তিন মোড়লের পরিকল্পনা যেভাবে ফ্লপ হয়েছিল এক্ষেত্রেও সেটাই হবে।’
২০১৪ সালে বিসিসিআইয়ের সাবেক প্রধান এন শ্রীনিবাসনের নেতৃত্বে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মিলে আইসিসির লভ্যাংশের বড় একটা অংশ দাবী করেছিল। যা পরে কুখ্যাতি পায় তিন মোড়ল নীতি হিসেবে। ২০১৭ সালে এসে শশাঙ্ক মনোহর সংস্কার করেন সেই নীতির। শ্রীনিবাসনপন্থী বলে পরিচিত সৌরভ বোর্ড প্রধান হয়েই আবারও জ্বালিয়ে দিলেন পুরনো আগুন।