‘ফিট’ কেদার যাদব যাচ্ছেন বিশ্বকাপে

26

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাওয়া চোটে কেদার যাদবের বিশ্বকাপে খেলা পড়ে গিয়েছিল সংশয়ে। তবে সংশয়ের মেঘ কেটে যাওয়ার খবরই ছেপেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’। সংবাদমাধ্যমটির খবর, এই ব্যাটসম্যানকে ‘ফিট’ ঘোষণা করা হয়েছে এবং ২২ মে দলের সঙ্গেই তিনি যাচ্ছেন বিশ্বকাপে।
মিডল অর্ডারে ভারতের অন্যতম ভরসার নাম কেদার। গত বছরের এশিয়া কাপের ফাইনালে তার ফিনিশিংয়েই বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতেছিল ভারত। প্রত্যাশামতো তিনি আছেন ভারতের বিশ্বকাপ দলে। কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই ব্যাটসম্যান আইপিএল ম্যাচে কাঁধে চোট পাওয়ায় বিশ্বকাপ খেলা পড়ে যায় সংশয়ে।
লিগ পর্বে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ফিল্ডিং করতে পাওয়া চোটে চেন্নাইয়ের প্লে অফেও খেলা হয়নি কেদারের। আইপিএল শেষ হয়ে যাওয়ার সঙ্গে বিশ্বকাপে তাকে না পাওয়ার শঙ্কাও জন্মে। যদিও শনিবার ইন্ডিয়ান টুডে ছেপেছে, বিশ্বকাপে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে এই অলরাউন্ডারকে। ২২ মে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়তে যাওয়া ভারতীয় দলের সঙ্গেই তিনি যাচ্ছেন ইংল্যান্ড ও ওয়েলসের প্রতিযোগিতায়।