প্রবাসী সন্তানের টাকা ঘরে নিতে পারলেন না হামিদা

41

ঈদগাঁও প্রতিনিধি
বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠিয়েছিলেন প্রবাসী পুত্র। কিন্তু ব্যাংক থেকে সেই টাকা তুলে নিচে নামতেই একজন প্রতারকের অভিনব প্রতারণায় সর্বস্ব খোয়ালেন হামিদা বেগম নামের একজন নারী। গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাস স্টেশনে এ প্রতারণার ঘটনাটি ঘটে।
ছেলের পাঠানো টাকা খুইয়ে ওই পরিবারটি এখন চরম বিপদে পড়েছে। শোকে মহিলাটি আহাজারি ও বিলাপ করছিলেন থানা কম্পাউন্ডে। এ ঘটনায় মহিলার ছেলে সোহেল রানা বাদি হয়ে অজ্ঞাতনামা একজনকে আসামি করে রাতেই ঈদগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, ঈদগাঁও ইসলামী ব্যাংক এলাকায় ইতিমধ্যে শুরু হয়েছে অভিনব প্রতারণা। প্রায়ই এ ধরনের প্রতারকদের দেখা যায় বিভিন্নভাবে প্রতারণা করতে। পর্যাপ্ত পুলিশের টহল জোরদার না করায় প্রতারকরা এভাবে প্রতারণা করতে সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রতারণার শিকার পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা হামিদা বেগম জানান, তার ছেলে প্রবাসে থাকেন। কদিন পূর্বে ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখায় ৫০ হাজার টাকা পাঠান। তিনি ওই টাকা উত্তোলনের জন্য বৃহস্পতিবার সকালে স্বামী সিদ্দিক আহমদসহ ব্যাংকে যান। ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে নিচে নামতেই ১জন মাস্ক পরিহিত যুবক তাদের সামনে এসে দাঁড়ায়। যুবকটি তাদেরকে সালাম দিয়ে মামা-মামি সম্বোধন করেই বলেন, আমি আপনাদের বাড়ির পাশের লোক।
অনেকদিন পরে বিদেশ থেকে আসছি, তাই চিনতে পারছেন না। আপনাদের মসজিদের জন্য সৌদি আরব থেকে ২ লাখ টাকা এসেছে। মামা ধরেন বলে একটি পলিথিন ব্যাগ (ভিতরে দুটি বিস্কিট ও চনাচুর) ধরিয়ে দেন হামিদার স্বামী সিদ্দিক আহমদকে।
একপর্যায়ে হামিদাকে বলেন- মামি অনেকদিন পর বিদেশ থেকে আসছি, কিছুই চিনতে পারছিনা। আমার টাকার ব্যাগটি আপনার কাছে রাখেন। হামিদা না করলেও জোর করে তার হাত ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলেন- আপনি এখানে একটু অপেক্ষা করেন।
এসময় সিদ্দিক আহমদকে মামা কথা আছে বলে ঈদগাঁও স্টেশনের সৌদিয়া কাউন্টারে দিকে নিয়ে একপাশে দাঁড় করিয়ে রাখেন।
পরে ঐ নারীর কাছে এসে বলেন, আমার টাকার ব্যাগটি দেন। এসময় হামিদা বেগম তার হাত ব্যাগের চেইন খুলতে চাইলে যুবকটি জোর করে ব্যাগে হাত দিয়ে তার মানিব্যাগসহ ৫০ হাজার টাকা নিয়ে দৌড় দেয়।
হামিদা বেগমের শোরচিৎকারে লোকজন আসলেও ততক্ষণে প্রতারক যুবক গাড়িতে উঠে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাটি শুনে প্রতারককে চিহ্নিত করতে তাদেরকে আলাদিনের চেরাগ ও থানা পুলিশে পাঠায়।
এ বিষয়ে ঈদগাঁও আলাদিনের চেরাগ প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, প্রতারণার শিকার ওই মহিলাটি টাকা খুইয়ে আমার কাছে আসেন।
সকালে তিনি ব্যাংক থেকে টাকা তুলে নিচে নামার পর প্রতারকের খপ্পড়ে পড়েছে। ঘটনার আংশিক ভিডিও ফুটেজ আমার সিসিটিভি ক্যামেরায় ধারণ আছে। ফুটেজ পর্যালোচনা করে চেষ্টা করছি ঐ প্রতারককে চিহ্নিত করা যায় কি না।
ঈদগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শামীম আল মামুন জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি দেখে দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হবে।