‘প্রধানমন্ত্রীর উপহার ঘর পাহাড়ি ডিজাইনেই তৈরি হবে’

52

রাঙামাটি :
রাঙামাটিতে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুন জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় জেলা শহরের বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজসহ বিভিন্ন পেশার লোকজন এতে অংশ গ্রহণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। কর্মশালায় প্রায় একশ’জনের মত বিভিন্ন শ্রেণির লোকজন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারী বেসরকারী চাকরি জীবীসহ সুশীল সমাজের লোকজন অংশ গ্রহন করেন। স্থানীয় দর্শণীয় স্থানগুলোর নামে দল বদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের উপর মতামত উপস্থাপন করা হয়েছে। এসব মতামতের মধ্যে সরকারের উন্নয়ন অগ্রগতিসহ বিভিন্ন দিক উঠে এসেছে। কর্মশালার আয়োজনে ছিলেন রাঙামাটি জেলা প্রশাসন ও সহযোগিতায়- গভর্ন্সে ইনোভেশন ইউনিট,প্রধানমন্ত্রীর কার্যালয়।

বান্দরবান :
প্রধানমন্ত্রী উপহার হিসেবে দেয়া ঘরগুলো পাহাড়ি এলাকায় আগামী দিনে পাহাড়ি ডিজাইনেই তৈরি হবে। সুতরাং ঘর তৈরি নিয়ে ঝামেলা থাকবে না। তবে বর্তমানে যে ঘরগুলো কাজ হচ্ছে সেটা আগের ডিজাইনে হচ্ছে। প্রধানমন্ত্রী বিশেষ দেশ উদ্যোগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়ামিন পারভীন তিবরীজি এসবকথা বলেন। গত সোমবার রুমা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি এ কর্মশালা আয়োজন করেছে। প্রধান অতিথি ও জেলা প্রশাসক আরো বলেন, এখানকার পাহাড়িদের ঘর তৈরি করলেও তাদের কোন জমিজমা দলিল নেই। সে কথা বিবেচনায় তাদের হালনাগাদ নতুন ভোটার তালিকাভূক্তি করতে ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের সুপারিশ নিয়ে ভোটার হতে পারবেন। এতে জমি জমা কাগজ নিয়ে ভোগান্তি পোহাতে হবেনা। তবে বাইরে দেশের মানুষ বা রোহিঙ্গারা ভোটার হতে না পারে, জনপ্রতিনিধিদের সতর্ক হতে হবে।এসময় রুমা সদরে দুর্গম ঠান্ডাঝিরি পাড়া নতুন স্কুল স্থাপনের জন্য দুই লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা ও সহকারী কমিশনার মোহাম্মদ দিদারুল আলম। রুমা বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমার উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নু¤্রাউ মারমা। প্রধান অতিথি বক্তৃতার আগে এক উন্মুক্ত আলোচনা হয়। এতে রুমা সাঙ্গু সরকাুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, রেমাক্রীপ্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম, ও গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো এলাকার শিক্ষা, নিরাপদ পানি ও কমিউনিটি ক্লিনিকের সমস্যা নিয়ে উন্মুক্ত বক্তব্যে উপস্থাপন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ কায়েসুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান। পরে চিত্ররথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।