প্রধানমন্ত্রীর আমিরাত সফর ঘিরে আনন্দে প্রবাসীরা

51

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সরকারের আমন্ত্রণে আগামী ১৭-২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ করার লক্ষ্যে রাষ্ট্রীয় সফরে আসছেন এমন খবরে আনন্দে উদ্বেলিত প্রবাসী বাংলাদেশিরা। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ সাড়ে ৬ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশিদের বন্ধ থাকা নতুন নিয়োগ ভিসা উম্মুক্ত হবে এমন প্রত্যাশার খবর এখন সকলের মুখে মুখে।
যদিও আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ করার লক্ষ্যে আসছেন তারপরও প্রবাসীদের ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর আমিরাতে আগমনকে তারা দেখছেন বেশ গুরুত্বের সাথে। তাই প্রবাসীদের মুখে মুখে এখন একটাই আলোচনা প্রধানমন্ত্রী আসছেন। দীর্ঘ বছর পরে হলেও শ্রমবাজার উম্মুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশীয় শ্রমিক সঙ্কটের শূন্যতা পূরণে ধস নেমে আসা ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ভোগ লাঘব হবে প্রবাসী ব্যবসায়ীদের। আবারো প্রাণচাঞ্চল্য ফিরে আসবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে। নতুন করে কর্মসংস্থান হবে হাজার হাজার বাংলাদেশির। এমন খুশির আমেজে-স্বস্তিতে আশায় বুক বেঁধে এখন অপেক্ষার প্রহরে আনন্দে উদ্বেলিত প্রবাসীরা।