প্রতিভা

9

 

কোন কিছু করা বা শিখার স্বাভাবিক সক্ষমতাই হলো প্রতিভা বা বুদ্ধিমত্তা। আল্লাহ তায়া’লা মানুষকে যে সকল গুণাবলি দিয়ে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো প্রতিভা বা বুদ্ধিমত্তা। প্রত্যেক ব্যক্তির মধ্যেই প্রতিভা বা বুদ্ধিমত্তা বিদ্যমান। কারো প্রতিভা প্রখর। কেউ অন্যের তুলনায় কিছুটা কম বুদ্ধিমান। অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে প্রতিভা বা বুদ্ধিমত্তার বিকাশ যেমন সম্ভব তেমনি অলসতা বা চর্চাহীনতার কারণে স্বাভাবিক প্রতিভাও ক্রমশঃ লোপ পায়।
আগ্রহ, প্রচেষ্টা, যোগ্যতা ও সৌভাগ্যের সুন্দর সমন্বয় মানুষকে এনে দিতে পারে সুবিশাল সাফল্য। প্রতিভার যথাযথ সুব্যবহারের মাধ্যমে একজন মানুষ উঠে যেতে পারে অনন্য উচ্চতায়। অর্জন করতে পারে সুবিশাল সম্পদও। কিন্তু সব সময় আগ্রহ, প্রচেষ্টা, যোগ্যতা ও সৌভাগ্যের মহামিলন হয় না। প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ। সুবিধা বঞ্চিত পরিবার ও পরিবেশে জন্মের কারণে অনেক সম্ভাবনাময় প্রতিভা অংকুরেই নষ্ট হয়ে যায়। কেউ কেউ অপরিসীম ধৈর্য ও চেষ্টার মাধ্যমে পরিবেশের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারে। আগ্রহ, প্রচেষ্টা ও সৌভাগ্যের আছে বিভিন্ন মাত্রা। তেমনি যোগ্যতারও রয়েছে নানা শাখা প্রশাখা। কিছু যোগ্যতা জন্মগত। অনেক যোগ্যতা অর্জনযোগ্য। অর্জনযোগ্য যোগ্যতাগুলো আয়ত্ব করা যায়। কিন্তু জন্মগত যোগ্যতাগুলোর উপর ব্যক্তির কোন হাত নেই। অথচ সাফল্যের জন্য উভয়ই ফ্যাক্টর। আগ্রহ ও প্রচেষ্টা না থাকলে যোগ্যতা, প্রতিভা ও সৌভাগ্য কোন কাজে আসে না। তেমনি প্রচÐ আগ্রহ থাকা সত্তে¡ও প্রয়োজনীয় প্রচেষ্টা ও যোগ্যতার অভাবে অনেকেরই কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছানো হয় না। সযত্ন লালিত স্বপ্ন রয়ে যায় অধরা। না পাওয়ার দুঃখ থেকে জন্ম নেয় হতাশা। বুকের ভেতর ক্রমশঃ বাড়তে থাকে শূন্যতা। বাড়ে দীর্ঘশ্বাস।
কোন জাতি বা ব্যবসা প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও সাফল্যের জন্য প্রাকৃতিক, খনিজ, শিল্প ও প্রযুক্তিগত সম্পদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ থাকতেই হয়। সেটি হলো মানব সম্পদ ( ঐঁসধহ ৎবংড়ঁৎপব) । উল্লেখিত সব সম্পদের মধ্যে মানব সম্পদই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একমাত্র মানুষেরই আছে প্রতিভা ও উদ্ভাবনী শক্তি। তাছাড়া অন্যান্য সম্পদগুলোর যথাযথ ব্যবহারের জন্যও মানব সম্পদের প্রয়োজন হয়। কোন যন্ত্র বা প্রযুক্তি যতই মূল্যবান বা শক্তিশালী হোক না কেন সেগুলোকে চালানোর জন্য মানুষের প্রয়োজন পড়ে। মানুষই তার উদ্ভাবনী শক্তির মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্র বা প্রযুক্তি তৈরি করে নিতে পারে। তাই বিশ্বব্যাপী দক্ষ ও মেধাবী মানব সম্পদের কদর অনেক বেশি। পৃথিবীতে সফল মানুষের চেয়ে ব্যর্থ মানুষের সংখ্যা অনেক বেশি। তবুও চেষ্টা হোক প্রতিভা বিকাশের। চেষ্টা হোক সাফল্যের। হতাশার অমানিশা কাটিয়ে সাফল্যের আলোয় বিকশিত হোক বিশ্বের সুপ্ত প্রতিভাগুলো। (নিউ ইয়র্ক প্রবাসী)