পেসারদের কাছে ধারাবাহিকতা চান মাহমুদউল্লাহ

25

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের পেস আক্রমণে ছিলেন খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেন। তিনজনই সাদা পোশাকে প্রায় নতুন। যার প্রতিফলন হ্যামিল্টনে তাদের পারফরম্যান্সেই স্পষ্ট। তবুও তাদের উপর আস্থা হারাচ্ছেন না দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই অনভিজ্ঞ পেসারদের কাছে শুধু আরেকটু ধারাবাহিকতা আশা করছেন অধিনায়ক।
প্রথম টেস্টে দেদারসে রান বিলিয়েছেন তিন পেসার। যার বিনিময়ে তিন পেসার মিলে নিয়েছেন মাত্র একটি উইকেট। সেই তুলনায় কাজে দিয়েছে পার্ট টাইম বোলার সৌম্য সরকারের মিডিয়াম পেস। ৬৮ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। তবুও এখনই হতাশ নন অধিনায়ক মাহমুদউল্লাহ। কারণ এই অনভিজ্ঞ পেসারদের নিয়েই আবারও কিউইদের মুখোমুখি হতে হবে অধিনায়ককে। তাই তাদের কাছ থেকে আরেকটু ধারাবাহিকতা আশা করছেন তিনি।
ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে নিজের চাওয়া নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন,‘আমি পেস বোলারদের একটি কথা বলেছিলাম। তাঁরা বেশ অনভিজ্ঞ এবং তাঁদের বোলিং আক্রমণও নতুন। সুতরাং এটি বেশ কঠিন হবে তাঁদের জন্য যদি আমি অনেক বেশি কিছু প্রত্যাশা করি। অবশ্যই ওরা ভালো বোলার, তবে ওদেরকে আরও সময় দিতে হবে। তাঁদের মধ্যে সেই অ্যাগ্রেশনটি আছে যেটি আমার কাছে বেশ সন্তোষজনক মনে হয়েছে। ওরা বিভিন্ন কিছু চেষ্টা করেছে, শর্ট বল বা বাইরে বা লেংথ বল। অনেক ওভার বোলিং করেছে। যাই হোক, এখন আরেকটু ধারাবাহিক হলে ভালো হবে।’
ওয়েলিংটনে শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই টেস্টে বিশ্রাম থেকে ফিরছেন মোস্তাফিজুর রহমান। তবে কার পরিবর্তে একাদশে ঢুকবেন সেটার বিষয়ে কিছু জানাননি মাহমুদউল্লাহ রিয়াদ। টিম ম্যানেজমেন্টের সাথে আলাপ আলোচনা করে সেটা চূড়ান্ত হবে জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘ইনশাল্লাহ মুস্তাফিজ অবশ্যই হয়তো ফিরবে। তবে সেটি কার জায়গায় হবে সেটি সিদ্ধান্ত নিব টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে।’