পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিতে রোহিতের রেকর্ড

19

প্রথম ভারতীয় হিসেবে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। রবিবার ম্যানচেস্টারে ৮৫ বলে ২৪তম সেঞ্চুরি করেছেন এই ওপেনার। ২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১১১ রান করেন তিনি।
এর আগে লোকেশ রাহুলের সঙ্গে ১৩৬ রানের জুটি গড়েন রোহিত। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে তার জুটিটি তিন অঙ্কের ঘরে পৌঁছায়নি। ৯৮ রানে হাসান আলীর বলে ভাঙে এই জুটি। রোহিত ১১৩ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১৪০ রান করেন। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে এটি কোনও ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান। মাত্র ৪ রানের জন্য অ্যান্ড্র সাইমন্ডসকে টপকাতে পারেননি তিনি। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ১৪৩ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
এই বিশ্বকাপে রোহিতের এটি দ্বিতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। আর গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৭ রান করেন।