পটিয়া এবিট্স কাপ ফুটবল টুর্নামেন্ট ২০ ডিসেম্বর শুরু

56

ঐতিহ্যবাহী এবিটস ইয়ং টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ২০ ডিসেম্বর পটিয়া খলিল মীর কলেজ মাঠে শুরু হচ্ছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, কেডিএস গ্রæপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আলহাজ খলিলুর রহমান। এবারের টুর্নামেন্টে খেলার জন্য ৩৮ টি টিম আবেদন করলেও লটারির মাধ্যমে ১৬ টি টিমকে নির্বাচিত করা হয়েছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে বায়েজিদ স্পোর্টিং ক্লাব ও পটিয়া ব্রাদার্স। এবারের টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৩০ লাখ টাকা। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দলকে নগদ ২ লাখ ও রানার্স আপকে নগদ এক লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। এ ছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি দলকে যাতায়াত খরচও দেয়া হবে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে।
পটিয়া এবিট্স কাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে গতকাল খলিল মীর কলেজ মাঠে অনুষ্ঠিত টিম প্রতিনিধি সভা ও সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহবায়ক এম ইদ্রিস চৌধুরী অপু। সদস্য সচিব হাসেম বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবিটস ট্রাস্টের আহবায়ক সোহেল মাহমুদ সাগর, বিশেষ অতিথি ট্রাস্টের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন বাহাদুর। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য এমরান হোসেন জীবন, আজিজুল হক, রায়হান চৌধুরী, এস এম বেলাল উদ্দিন, মো. জাহাঙ্গীর, সজিব, নূরুল কাদের প্রমুখ।
ক্যাপশন: পটিয়া এবিট্স কাপ ফুটবল টুর্নামেন্ট এর সংবাদ সম্মেলনে বক্তব্য রাছেন ইদ্রিস চৌধুরী অপু।