পটিয়ায় ডাক্তারকে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

3

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ডাক্তারকে মারধরের ঘটনায় জড়িত সন্দেহে রফিক হাসান (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পটিয়া ওয়াপদা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ মৃত সফর মল্লুকের পুত্র। তাকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পটিয়া থানা পুলিশ। ডাক্তার রক্তিম দাশকে মারধরের মামলায় গতকাল বুধবার তাকে আদালতে নেয়া হলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
জানা গেছে, গত ১১ এপ্রিল রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ পলাশকে সেবা দিতে দেরি হওয়ার অভিযোগে হাসপাতালে দায়িত্বরত ডাক্তার রক্তিম দাশকে মারধরের ঘটনা ঘটে। হাপাতালের ভাইস চেয়ারম্যান এস এইচ খাদেমী প্রকাশ বাহাদুর ৩ জনকে এজাহারনামীয় ও ১০ জনেক অজ্ঞাতনামা আসামি করে এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন। তাতে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দকে হুকুমের আসামি করা হয়।