নড়াইলে ভালোবাসায় সিক্ত মাশরাফি

26

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রিকেট মিশন শেষ করে নির্বাচনের মাঠে নেমেছেন মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় বসেই করেছেন নির্বাচনি প্রচারণার শুরুটা। গতকাল রওনা হয়েছেন নিজের নির্বাচনী এলাকা নড়াইল অভিমুখে। পথেই মানুষের ভালোবাসায় সিক্ত হন টাইগারদের ওয়ানডে অধিনায়ক, আওয়ামী লীগের টিকিটে লড়াইল-২ আসনে প্রার্থী মাশরাফী।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পাশে বসে ভিডিও কনফারেন্সে নৌকার জন্য ভোট চান মাশরাফী। তখনই জানিয়েছিলেন উইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে পায়ে সামান্য ইনজুরি হওয়ার কারণে নড়াইল যেতে একটু দেরি হচ্ছে। মাশরাফীর জন্য ভোট চেয়ে একই কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
শনিবার সকালে মাওয়া (পদ্মা নদী) রুট দিয়ে নড়াইল রওনা হন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এই রুটে কালনা ঘাট (লোহাগড়া উপজেলা) হয়ে দুপুরের পরপরই নড়াইল পৌঁছানোর কথা তার। পথে মাশরাফীকে ফুলেল শুভেচ্ছা জানান অপেক্ষায় থাকা লোহাগড়া উপজেলার হাজারও মানুষ।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে নড়াইলবাসীর কাছে নৌকার জন্য ভোট চেয়ে মাশরাফী বলেন, ‘আপনারা স্বাধীনতার পক্ষের প্রতীক নৌকা মার্কায় ভোট দেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন। তিনি আপনাদের সমৃদ্ধ, সুন্দর ও আরও শক্তিশালী বাংলাদেশ উপহার দেবেন।’