ন্যাশনাল হাসপাতালে নার্সদের বিক্ষোভ

54

বকেয়া বেতন-বোনাসের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের নার্স-কর্মচারীরা।
সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের মেহেদীবাগে হাসপাতালটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
আন্দোলনরত নার্স-কর্মচারীরা জানিয়েছেন, করোনার এই সময়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে হাসপাতালে আসা রোগীদের যথারীতি সেবা দিলেও কর্তৃপক্ষ ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করেনি। তাই বকেয়া বেতন-বোনাসের দাবিতে বাধ্য হয়ে তারা আন্দোলন করছেন।
তবে নার্স-কর্মচারীদের আন্দোলনের বিষয়টি অস্বীকার করেছেন ন্যাশনাল হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. মো. ন
বলেন, আন্দোলনের মতো কোনো ঘটনা ঘটেনি। তারা বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে। আমরা কয়েকদিনের মধ্যে বেতন পরিশোধ করবো। পর্যায়ক্রমে বোনাসও পরিশোধ করা হবে।
‘কিন্তু তারা এই সিদ্ধান্ত মানতে চাচ্ছেন না। আমরা তাদের সঙ্গে কথা বলে, তাদের বুঝিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। খবর বাংলানিউজের