নেহালপুর অনাথ আশ্রমে কাউন্সিলর জহর লাল হাজারীর বস্ত্র বিতরণ

15

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নন্দীরহাট নেহালপুর অনাথ আশ্রমে দেবশিশুদের মাঝে ২৩ সেপ্টেম্বর নতুন কাপড় বিতরণ করা হয়েছে। দুর্গাপূজার আনন্দে মেতে উঠতে ‘দেবালয়ে দুর্গাপূজা’ শিরোনামে প্রায় ৪০০ অনাথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ ও দুপুরে অন্নপ্রসাদের আয়োজন করেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসুদেব যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনাথ শিশুদের মাঝে নতুন কাপড় তুলে দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী সীমা সিং হাজারী, সত্যজিত বিশ্বাস টুলু, অ্যাড. গৌতম সিং হাজারী, ইমন চৌধুরী (ডাবলু), কিশোর দে রনি, সৌম সিং হাজারী, তাপস দে প্রমুখ। প্রধান অতিথি কাউন্সিলর জহর লাল হাজারী বলেন, পূজার আনন্দে মেতে থাকুক সমাজের প্রতিটি দেবশিশু। অনাথ শিশুরা দেবদূত। তারাও সমাজের অংশ। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে অনাথদের পাশে সহযোগিতার হাত বাড়ালে তারাও স্বাবলম্বী হয়ে দেশের কল্যাণে অবদান রাখতে পারবে। বিজ্ঞপ্তি