নেপালকে হারালেই স্বর্ণজয়ের হাতছানি জামাল ভূইয়াদের

21

পয়েন্ট টেবিল ও গোল পার্থক্যে নেপালের চেয়ে পিছিয়ে থাকলেও এসএ গেমসের ছেলেদের ফুটবলে ফাইনালে ওঠার সুযোগ আছে বাংলাদেশের। সেক্ষেত্রে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে জিততে হবে জেমি ডের দলকে।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৫ মিনিটে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
শ্রীলঙ্কাকে শনিবার ৩-০ গোলে হারিয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভুটান। মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে জেতা নেপাল তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
তিন ম্যাচে ১টি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে জিতলে নেপালের সমান পয়েন্ট হবে বাংলাদেশের। সেক্ষেত্রে গোল ব্যবধান নয়, মুখোমুখি লড়াইয়ের হিসেবে বাংলাদেশ ফাইনালে উঠবে। বাইলজ অনুযায়ী ‘হেড টু হেড’ এর বিষয়টি নিশ্চিত করেন অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের লিগ ডিরেক্টর সঞ্জিব মিশ্র। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া নেপালকে সমীহ করলেও জয় ছাড়া কিছু ভাবছেন না।