নেইমারের ৬ শর্ত রিয়ালকে!

40

বার্সেলোনার মতো অ্যান্থনিও গ্রিজম্যানকে দলে পেতে দৌড়ে আছে পিএসজিও। কাইলিয়ান এমবাপে, নেইমারের মতো একাধিক বিশ্বমানের ফরোয়ার্ড থাকার পরও প্যারিসের ক্লাবটি কেনো আরেকজন ফরোয়ার্ডের পেছনে ছুটছে সেটিও একটা প্রশ্ন। খবর, নেইমার কিংবা এমবাপের যেকোনো একজনকে ছেড়ে দিচ্ছে পিএসজি!
ডন ব্যালনের প্রতিবেদন অনুযায়ী, সেই একজনটা নেইমার হওয়ার সম্ভাবনাই বেশি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যেতে পারেন রিয়াল মাদ্রিদে। শুধু তাই নয়, আলোচনা এগোনোরও খবর মিলছে। মাদ্রিদে যাওয়ার শর্ত হিসেবে নেইমার নাকি জুড়ে দিয়েছেন ছয়টি দাবিও!
নেইমারের ছয় শর্তের প্রথমটি হল, রিয়ালে এলে তার জার্সি নাম্বার হতে হবে ৭ অথবা ১০। দ্বিতীয় শর্ত হিসেবে নেইমার জুড়ে দিয়েছেন মার্সেলোর নাম। ব্রাজিল জাতীয় দলের সতীর্থ ও বন্ধুকে ক্লাবেও পাশে চান নেইমার। গত মৌসুমে বেশিরভাগ সময় ডাগ আউটে কাটানোর পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিদ্ধান্ত নিয়েছেন, সামনের মৌসুমেই ছাড়বেন মাদ্রিদ।
আর রাফায়েল ভারানে মাদ্রিদ ছেড়ে গেলে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোসকে চান নেইমার। পঞ্চম শর্তে নাম আছে কাসেমিরোর। বিশ্বের দামি ফুটবলারের চাওয়া রিয়াল ছেড়ে কোথাও যেন না যান ব্রাজিলিয়ান হোল্ডিং মিডফিল্ডার। এডেন হ্যাজার্ড কিংবা পল পগবা মাদ্রিদে এলে তাদের সঙ্গে খেলতে আগ্রহী ২৬ বছর বয়সী তারকা। পিএসজি তারকার সবচেয়ে বড় ইচ্ছা হল, সাদিও মানে কিংবা এমবাপে, কাউকেই পাশে চান না তিনি। নেইমারের মতে, তিনি রিয়ালে গেলে আরেকজন গতিতারকার প্রয়োজন নেই রিয়ালের!