নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

3

আর মাত্র মাস দেড়েক পরই পর্দা উঠবে মর্যাদাপূর্ণ বৈশ্বিক আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। তাই তো আপাতত টেস্ট ক্রিকেট নিয়ে ব্যস্ততা নেই বাংলাদেশ দলের। তবে বিশ্বকাপ শেষেই পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল। সেই ম্যাচগুলো আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর সেই সিরিজগুলো শুরুর আগে যে ফাঁকা সময় রয়েছে, তখন মুমিনুল হক-জাকির হাসানরা নিজেদের প্রস্তুত রাখতে পাকিস্তান ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি করে চারদিনের এবং তিনটি করে একদিনের ম্যাচ খেলবে। মূলত বাংলাদেশ ‘এ’ দল এসব ম্যাচ খেলবে বলে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
গতকাল (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাদের ‘এ’ দলের খেলা আছে। হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি সিরিজ আছে পাকিস্তানের সঙ্গে। নিউজিল্যান্ড ‘এ’ দল আসবে সেপ্টেম্বরের শেষদিকে। আমরা এর মধ্যে পরিকল্পনা করছি। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত ভালো একটা সময় আছে।’ মূলত সীমিত ওভারের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেটের বাইরে যারা আছেন, তাদের নিয়েই এই আয়োজন। ফলে মুমিনুলদেরও লম্বা সময় খেলার বাইরে থাকতে হবে না বলে জানান জালাল, ‘সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। ভারতের সঙ্গে খেলা আছে, দক্ষিণ আফ্রিকার সঙ্গেও টেস্ট আছে। এজন্য আমরা একটি পরিকল্পনা সাজাচ্ছি। আমাদের লাল বলের ক্রিকেটাররা যারা এখানে থাকবে, তাদের নিয়ে যাতে কাজ করা যায়।’
উল্লেখ্য, চলতি বছরের ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগতিকদের সঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলবে। এরপর বিশ্বকাপ মিলিয়ে লম্বা সময় লাল বলে খেলা নেই টাইগারদের। ফলে কোনো ম্যাচ না থাকলে কেবল দীর্ঘ সংস্করণে খেলা ক্রিকেটারদের খেলার বাইরে থাকতে হতো!