‘নামাজ পড়ে দোয়া ছাড়া উপায় নেই’

48

করোনা ভাইরাস নিয়ে অনেক উৎকণ্ঠা আর ভয় নিয়েই রবিবার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের খেলা। যদিও বিশ্বব্যাপী করোনার প্রভাব পড়েছে বেশ বড়সড়ভাবেই। ফুটবল, ক্রিকেট, টেনিস থেকে শুরু করে সব টুর্নামেন্টই বন্ধ করা হচ্ছে। তবে বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ বেশ সচেতন রয়েছেন করোনা ভাইরাস নিয়ে।
গতকাল নিজের প্রথম ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। যেখানে আজ মিরপুরে গাজী গ্রূপ ক্রিকেটার্সের হয়ে মাঠে নামবেন মাহমুদউল্লাহ। মিরপুরে ম্যাচ শেষ মুশফিক আর অনুশীলনের সময় মাহমুদউল্লাহ জানিয়েছেন তারা করোনা ভাইরাস নিয়ে বেশ সচেতন।
ম্যাচ শেষে মুশফিক বলেন, ‘এটা (করোনা ভাইরাস) নিয়ে সবাই আসলে শঙ্কিত, আমাদের যতটুকু সম্ভব সতর্ক থাকতে হবে। এছাড়া নামাজ পড়ে দোয়া করা ছাড়া তো উপায় নেই। করোনা ভাইরাসের কারেনই এবারের ডিপিএলের ম্যাচগুলো চট্টগ্রাম আর কক্সবাজারের পরিবর্তে ঢাকার মধ্যে আনা হয়েছে।